বাগেরহাটে নারী-শিশু পাচার প্রতিরোধে মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং কোভিড-১৯ বিষয়ে প্রতিরোধ কমিটি, চাইন্ড টাক্স ফোর্স ও শিশু প্রতিনিধিদের যৌথ সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২০ জুলাই) সকালে বাগেরহাট শহরের খারদ্দার উদয়ন বাংলাদেশ এনজিও’র কার্যালয়ে বেসরকারি সংস্থা ইনসিডিন বাংলাদেশর আয়োজিত অনুষ্ঠানে উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদের সঞ্চালনায় অতিথি ছিলেন ভিপি ল ইয়ার নারী ও শিশু পাচার প্রতিরোধ কমিটির সদস্য অ্যাডভোকেট লুনা সিদ্দিকি।

উদয়ন বাংলাদেশের পরিচালক ও রেডিও ভৈরবের চেয়ারম্যান ইসরাত জাহান এর সভাপতিত্বে সভায় শিশু পাচার প্রতিরোধে বর্তমান পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি মো. আকমল উদ্দিন শাখী, জাতীয় সংবাদিক সৈয়দ শওকত হোসেন, সাংবাদিক মোল্লা আব্দুর রব, আল আমিন খান সুমন, এস এম রাজ, বেসরকারি প্রতিনিধি মো. সোলায়মান ফরাজী, চাইন্ড টাক্স ফোর্স সদস্য এবং শিক্ষার্থী নিসাত, মুক্তি প্রমুখ।

সভায় বক্তারা শিশু ও নারী পাচার প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি আইনের যথার্থত প্রয়োগ দাবি করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.