বাগেরহাটে জাতীয় সংবিধান দিবস পালিত


বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশে প্রথম জাতীয় সংবিধান দিবস পালন উপলক্ষ্যে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান মহান জাতীয় সংসদে পাশ হয়। এই দিনটি জাতীয় ভাবে পালন করতে এবাই প্রথম জাতীয় সংবিধান দিবন পালিত হচ্ছে।
শুক্রবার (৪ নভেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাসন দিবসটি পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আযোজন করে।
বাগেরহাটে সকালে সংবিধান দিবসের র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কালেক্টরের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসাদুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন প্রমুখ।
র‌্যালী ও আলোচনা সভায় জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্য কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.