বাগেরহাটে করোনা মোকাবেলায় মৎস্যজীবীদের করণীয় মতবিনিময়


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে করোনা মোকাবেলায় মৎস্যজীবীদের করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে বাগেরহাট শহরের উদয়ন বাংলাদেশের কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু।
বেসরকারী উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইসরাত জাহানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগর আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফেরদাউস আনসারী, নারী ইউপি সদস্য মিতা আকতার, যাত্রাপুর মৎস্যজীবী সংগঠনের সভানেত্রী নিপা ও ষাটগম্বুজ মৎস্যজীবী সংগঠনের সভানেত্রী মারিয়া বেগম প্রমু।
বক্তারা করোনা মোকাবেলায় মৎস্যজীবী নারীদের পারিবারিক ভাবে সচেতনার পাশাপাশি প্রতিবেশিসহ এলাকাবাসিরদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। করেনার দ্বিতীয় ঢেউ যাতে কোন মানুষ আক্রান্ত না হয় সে বিষয়ে সর্তকতা অবলম্বন করে চলতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.