বাগাতিপাড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামী মাসুদ হাসানকে (২২) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। আজ বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মকবুল আহসান এই আদেশ দিয়েছেন। দন্ডপ্রাপ্ত মাসুদ হাসান বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈইর গ্রামের বজলার রহমান বজুর ছেলে।

আদালত সুত্রে জানা যায়, ২০১৬ সালে পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ি গ্রামের এমামুল হকের মেয়ে ইসমত আরা উমার সাথে মাসুদ হাসানের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন কারনে স্ত্রী ইসমাত আরা ইমুকে নির্যাতন করতো মাসুদ হাসান। একই বছরের ৮ জুন পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদের একপর্যায়ে মাসুদ হাসান তার স্ত্রী ইসমত আরাকে গলা টিপে হত্যা করে।

এঘটনায় নিহতের বাবা এমমুল বাদী হয়ে বাগাতিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে তৎকালীন তদন্ত কর্মকর্তা এসআই তৈমুর আলী একই বছরের ৩০ নভেম্বর আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। পরে মামলাটি অত্র আদালতে প্রেরিত হলে স্বাক্ষ্যপ্রমান শেষে বুধবার বিচারক উল্লেখিত রায় ঘোষনা করেন।
জেলা জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন,আসামীর উপস্থিতিতে বিচারক রায় ঘোষনা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.