বাগমারা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী জেলা পুলিশের নির্দেশনায় বৃহস্পতিবার বাগমারা থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার)।
বেলা ১১টার দিকে অনুষ্ঠিাত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ এবং অপারেশন) সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অলোক বিশ্বাস, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল।
এবারে বাগমারা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে’তে মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস, নাশকতা, হয়রানী মূলক অভিযোগ, হত্যাসহ সমাজের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন রাখেন উপজেলার নানান শ্রেণী ও পেশার লোকজন। নিজ নিজ এলাকার নানা বিষয়ে আইন শৃংখলা রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষন ও দুই পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিরা এলাকার বিভিন্ন বিষয়ে এসময় পুলিশ কে তথ্য দেয়।
পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার) লোকজনের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি সেগুলো সমাধানে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। পুলিশের দ্বারা কেউ যদি হয়রানির শিকার হয় সে ব্যাপারে অভিযোগ পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এছাড়াও থানায় জিডি, মামলা, বিভিন্ন ভেরিফিকেশনসহ পুলিশী সেবা পেতে কোন টাকা লাগেনা বলেও জানিয়ে দেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বাগমারা থানার সদ্য যোগদানকৃত পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান, যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সুনীল কুমার, হাট-গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আফজাল হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক মন্ডলীসহ নানা শ্রেনী ও পেশার মানুষ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মোঃ আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.