বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে ৬ জন প্রার্থী নির্বাচনী ভোটার তালিকার সিডি গ্রহণ

বাগমারা প্রতিনিধি: দেশের ৪৮১টি উপজেলা পরিষদে এবার নির্বাচন হবে চার ধাপে। এর আগে প্রথম ধাপে ১৫২টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রথম ধাপের ভোট গ্রহণ হবে ৮ মে।
রাজশাহীর বাগমরায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল।
মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ভোট গ্রহণ ২১ মে।
এবারে সম্পূর্ণ অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে হবে। ইতি মধ্যে নির্বাচনে অংশ গ্রহণে ইচ্ছুক প্রার্থীরা ভোটার তালিকার সিডি উত্তোলন শুরু করেছেন। নির্বাচনে বিএনপি’র নেতা কর্মীদের তেমন উৎসাহ উদ্দীপনা নেই। নির্বাচনে দলের মধ্যে কেউ স্বতন্ত্র প্রার্থী হবেন এমনটিও জানা যায়নি।
তবে মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত উপজেলা পরিষদে নির্বাচনে ইচ্ছুক ৬ জন প্রার্থী ১৭ হাজার টাকা জমা দিয়ে ভোটার তালিকার সিডি উত্তোলন করেছেন।
তারা হলেন, উপজেলা চেয়ারম্যান পদে- জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ও কাটাখালি আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক নাছিমা আকতার, ভাইস চেয়ারম্যান পদে- ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, আ’লীগ নেতা আতাউর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেযারম্যান মমতাজ আকতার বেবী, ও খন্দকার শাহিদা আকতার।
উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মজিদ জানান, এবারে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা এলাকা নিয়েই গঠিত। আয়তন- ৩৬৩.৩০ বর্গ কিলোমিটার ভোটার সংখ্যা ৩ লক্ষ ১০ হাজার ৯ শত ৭৩ জন। আগামী ২১ মে নির্বাচন সুষ্ঠ ভাবে করতে যথাযথা ব্যবস্থা চলছে।
এদিকে উপজেলা নির্বাচনকে ঘিরে পাড়া-মহল্লায় এ পর্যন্ত তেমন উৎসবের ইমেজ নেই।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.