বাগমারা উপজেলা পরিষদের বাজেট পর্যালোচনা সভা


বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এফ, এম, আবু সুফিয়ান।
সভায় আগামী অর্থ বছরের ঘোষিত ১৯ কোটি ১০ লাখ ৩৩ হাজার ৭০৭ টাকার বাজেট ঘৈাষণা করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান, মমতাজ আক্তার বেবি, ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার আবুল, আনোয়ার হোসেন, আলমগীর সরকার, মনিরুজ্জামান রঞ্জু, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, একাডেমিক সুপারভাইজার ড.মোহা. আব্দুল মুমীত প্রমুখ। গত ২৫ মে পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
বাজেটে যোগাযোগ, জনস্বাস্থ্য, সমাজকল্যাণ ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ ব্যয় নির্ধারণ করা হয়েছে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলার কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.