বাগমারায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সোবহান আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার সুজন পালশা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, সোমবার দুপুরে ওই শিশুটি পুকুর পাড়ে খেলছিল।

এ সময় ওই স্থানে কেউ না থাকায় সোবহান শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি ফিরে ব্যথায় কান্নাকাটি করলে তা মায়ের নজরে আসে। ওই শিশুকে মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। ওসি জানান, এ ঘটনায় শিশুটির দাদা মামলা দায়ের করেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.