বাগমারায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত


বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকারের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সঞ্চালনায় মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমন্বয় সভার প্রধান উপদেষ্টা রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
সমম্বনয় কমিটির উপদেষ্টা সভার প্রধান অতিথি বলেন, উপজেলার প্রত্যন্ত এলাকার উন্নয়ন বিষয়ে উপজেলার সকল দপ্তরের সজাগ হতে হবে। এতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় থাকা একান্ত প্রয়োজন। সমন্বয় হীনতা থাকলে গ্রামীণ উন্নয়ন সঠিক ভাবে সম্ভব হবে না। জনপ্রতিনিধিগণ সরাসরি জনগণের সেবা এবং উন্নয়নের সাথে জড়িত।
প্রতিটি মাসিক সমন্বয় সভায় সকল সদস্যের উপস্থিত থাকা জরুরী বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, উপজেলার প্রতিটি প্রকল্প সঠিক ভাবে বাস্তবায়ন হতে হবে। সে ব্যাপারে সরকারী সকল দপ্তরের কর্মকর্তাদের প্রতি তিনি দিক নির্দেশনা দেন।
এছাড়া তিনি উপজেলার বিভিন্ন বিলে পুকুর খনন ও খননের বহনরত জমিচাষে ব্যবহিত ট্রাক্টর রাস্তায় চলাচলে সড়ক নষ্ট হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমকে ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করেন তিনি। একই ভাবে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের যানজট ও ড্যানেজ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্থানীয় সমস্যা নিয়ে আলোচনাসহ সিদ্ধান্ত গ্রহণ করার পরামর্শ দিয়েছেন। সেই সাথে স্ব-স্ব দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম সমূহ যথা সময়ে সম্পাদনের জন্য সকল দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়েছে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান হোসেন আকন্দ, বাগমারা ওসি (তদন্ত) তৌহিদুর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বনিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান, চেয়ারম্যান আলমগীর সরকার, চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমূখ। সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মোঃ আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.