বাগমারায় ‘জামায়াত’ সন্দেহে ইউপি সদস্য আটক!

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলায় জামায়াত কর্মী সন্দেহে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর রাতে উপজেলার মাড়িয়া ইউনিয়নের নুর মোহাম্মদ নামের (৫৫)  এক ইউপি সদস্যকে আটক করা হয়।

এক সপ্তাহ আগে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক সিরাজ উদ্দিনসহ দুই জনকে আটক করে পুলিশ। এছাড়া গত মঙ্গলবার জামায়াতের ‘সমর্থক’ সন্দেহে হাটগাঙ্গোপাড়া কারিগরি কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
সর্বশেষ শনিবার ভোর রাতে বাগমারা থানা পুলিশ উপজেলার নিমপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ইউপি সদস্য নুর মোহম্মাদকে নিজ বাসা থেকে আটক করে থানায় নিয়েছে।

পুলিশের দাবি,নির্বাচনে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বিটিসি নিউজকে জানান, সন্ত্রাস দমন আইনে নির্বাচনে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে নুর মোহম্মাদকে আটক করা হয়েছে।

এদিকে সন্দেহমূলক একের পর এক জামায়াত নেতাকর্মীদেরকে আটক করায় বাগমারায় অতি সাধারণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এমনটি বিষয় নিয়ে এলাকবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক জামায়াত নেতা জানান, সম্পূর্ণ পরিকল্পিতভাবে  বিরোধীদের মাঠছাড়া করা হচ্ছে।ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা চাপিয়ে জামায়াতের ওপর নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই জামায়াত নেতা।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.