বাগমারায় এলাকাবাসীর উদ্যোগে সড়ক প্রশস্তকরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলায় এলাকাবাসীর উদ্যোগের একটি সড়ক প্রশস্তকরণ  হয়েছে।

আজ শনিবার (২৯ জুন) সকাল সাড়ে নয়টায় বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের চন্ডীপুর গ্রামের মাষ্টার অমল কুমার প্রামানিকের বাড়ী হতে প্রতিবন্ধী স্কুলের সামনে মনোরঞ্জন চক্রবর্তীর বাড়ী পর্যন্ত সরু রাস্তাটি  প্রশস্ত করেন এলাকাবাসী।

সড়কটি দিয়ে হিন্দু ধর্মালম্বীসহ শতাধিক মানুষ চলাচল করে। রাস্তায় পায়ে হাটা ছাড়া ভ্যান-ভটভটি চলাচলের ব্যবস্থা ছিলনা। যা তাদের ফসলি মৌসুমে ফসল বাজারে নিতে বেশ ভোগান্তি পোহাতে হতো। যেটি এবার এলাকাবাসীর উদ্যোগে রাস্তাটি প্রশস্ত হওয়ায় ভ্যান-ভটভটি চলাচলের উপযুক্ত হলো।

স্থানীয়রা বিটিসি নিউজকে জানান, নিজেদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে পেরেছি। এলাকার উন্নয়নে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এসময় নরদাশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম রফিক, ইউপি সদস্য মমতাজ হোসেন, সাবেক ইউপি সদস্য মোজাফফর আলীর উপস্থিতিতে এলাকাবাসী রাস্তা প্রশস্তকরণ কর্মসূচী সম্পন্ন করেন।

এদিন প্রশস্তকরণে সিদ্দিকুর রহমান,এনতাজ,মকছেদ আলী,মসলেম,ফরহাদ, দিব্যকান্ত প্রাং, গণেশ কুমারসহ আরও বিভিন্ন ব্যক্তিবর্গ সহযোগিতা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি  আমানুল্লাহ আমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.