বাগমারায় সালেহা-ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে কিরাত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান


বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় শনিবার (১ এপ্রিল) সালেহা-ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা সদর ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে সালেহা-ইমারত কিরাত প্রতিযোগিতার শুভ উদ্বোধনী করা হয়।
পবিত্র মাহে রমজানে শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধ বিকাশের লক্ষ্যে বিগত দিনের ধারাবাহিকতায় সালেহা-ইমারত ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
তিন দিন ব্যাপী কিরাত প্রতিযোগীতার উদ্বোধনী দিনে প্রতিযোগীতার সমন্বয়কারী হিসেবে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বালানগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাহাবুবুর রহমান।
প্রতিযোগিতা অনুষ্ঠানে শ্রীপুর ইউনিয়নের আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমানের সঞ্চলনায় প্রথম রাউন্ডে প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ গ্রহণ করেন ১০২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। এতে দুই গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে কিরাত প্রতিযোগীতা। ‘ক’ গ্রুপে যথাক্রমে ০৬-১৩ বছর বয়সের শিক্ষার্থীরা এবং ‘খ’ গ্রুপে অংশগ্রহণ করবে ১৩ থেকে ১৬ বছর বয়সের শিক্ষার্থীরা।
প্রথম রাউন্ডে ‘ক’ এবং ‘খ’ গ্রুপ থেকে ২০ জন করে মোট ৪০ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হবে।
উভয় গ্রুপের নির্বাচিতদের নিয়ে পরবর্তী রাউন্ড এবং চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে শেষ হবে সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতা-২০২৩। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সালেহা ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ, পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এম, মাহমুদ হাসান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.