বাগমারা প্রতিনিধি: বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন বাগমারা উপজেলা শাখার উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদর ভবানীগঞ্জ হ্যালিপ্যাড মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুল বারী।
সমাবেশে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক খাইরুল আলম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে অন্যদেল মধ্যে বক্তব্য দেন, জামায়াতের উপজেলা আমীর ও কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি ও কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, সাবেক আমীর ও কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা অধ্যাপক সিরাজ উদ্দিন, সংগঠনের সদস্য মাহবুব আলম, আবু তালেব প্রমুখ।
সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী আব্দুল বারীর বিশেষ বিশেষ দিক তুলে ধরে তাকে সমর্থনের আহবান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

















