বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকিয়া দিবস যথাযোগ্য মর্যদায় পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান।
সভায় “অদম্য নারী পুরস্কার” উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মননা প্রদান ও আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার সাইফুল ইসলাম ভূঞাঁ, উপজেলা প্রকৌশলী এলজিইডি’র মুনসুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আহসান হাবিব, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল জব্বার, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হাসান, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম, সাংবাদিক রাশেদুল হক ফিরোজ, মামুনুর রশীদ মামুন প্রমুখ।
অনুষ্ঠান শেষে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ভবানীগঞ্জ হেদায়ীতিপাড়ার সানজানা সবনম জলি, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে জীবনে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বীরকুৎসার আন্জুয়ারা বিবি এবং সফল জননী নারী হিসেবে রহিমা বিবিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এদিকে ভবানীগঞ্জ পৌরসভার আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। সভায় সহকারী প্রকৌশলী লিটন মিঞার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, ভবানীগঞ্জ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার সাইফুল ইসলাম ভূঞাঁ।
অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় নেতৃ বৃন্দসহ নারী সংগঠনের সদস্য, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #















