বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি বিরোধী প্রতিরোধ কমিটির ব্যানারে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা হলরুমে মতবিনিময় ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার সাইফুল ইসলাম ভূঞাঁ, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী এলজিইডি’র মুনসুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল জব্বার, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাসান, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুলদুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাষ্টার রমজান আলী, অধ্যাপক আব্দুল মতিন, রফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন, আমজাদ হোসেন, নাজমা খাতুন ও স্থানীয় সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা দেশ ও জাতীর কল্যানে কাজ করতে সকলকে দুর্নীতি থেকে দূরে থাকার আহবান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #















