বাইডেন আমাদের দেশ ধ্বংস করছেন : ট্রাম্প

(বাইডেন আমাদের দেশ ধ্বংস করছেন : ট্রাম্প–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার (৩০ জুন) মার্কিন-মেক্সিকো সীমান্ত সফর করেছেন। এ সময়ে তিনি লাখ লাখ অবৈধ অভিবাসীর দেশে প্রবেশের জন্যে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শিথিল নীতির সমালোচনা করেন।
হোয়াইট হাউস ছাড়ার পর কার্যত এটি ট্রাম্পের প্রথম অনুসন্ধানী সফর। সফরকালে তিনি তার মোটামুটি কঠোর কিন্তু সুষ্ঠু অভিবাসন নীতি শিথিল করায় বাইডেন প্রশাসনের সমালোচনা করেন।
টেক্সাস সীমান্তের ছোট্ট শহর ওয়েসলাকোর জননিরাপত্তা দপ্তরের কর্মকর্তার কাছ থেকে ব্রিফ নিয়ে ট্রাম্প বলেন, আমাদের সীমান্ত এখন উন্মুক্ত এবং সত্যিকার অর্থে ইতিহাসের যে কোন সময়ের চেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে।
টেক্সাসের ফার সীমান্তে তিনি বলেন, লাখ লাখ অবৈধ লোক দেশের অভ্যন্তরে ঢুকে পড়ছে।
এ সময়ে টেক্সাসের রিপাবলিকান গভর্ণর গ্রেগ অ্যাবট ট্রাম্পকে সঙ্গ দেন।
উল্লেখ্য, গ্রেগ মেক্সিকো সীমান্তে ট্রাম্পের অসমাপ্ত দেয়াল নির্মাণ সম্পন্ন করার অঙ্গীকার করেন।
ট্রাম্প নিজেই তার দেয়াল নির্মাণের প্রশংসা করে বলেন, আমরা বড় ধরনের কাজ করেছি।
বাইডেনের সমালোচনা করে ট্রাম্প বলেন, তিনি আমাদের দেশ ধ্বংস করছেন। আর এর সব কিছুর শুরু একটি কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে।
তিনি বলেন, যদি তোমাদের ভালো নির্বাচন না হয়, তোমাদের যদি শক্তিশালী সীমান্ত না থাকে তবে তোমাদের দেশও থাকবে না। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.