বাংলায় এনআরসি হবে না কাউকে বের করতে দেবো না : মমতা

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় এনআরসি (ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস) হবে না। তিনি আজ বুধবার (২০ নভেম্বর) মুর্শিদাবাদের সাগরদীঘিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন।

খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের। মমতা বলেন, কিছু লোক এনআরসি’র নামে উত্ত্যক্ত করছে। হিন্দু হোক, মুসলমান হোক বাইরের কারও কথা বিশ্বাস করবেন না। তিনি বলেন, আমরা আপনাদের পাশে আছি। চিন্তার কারণ নেই। আপনারা এই দেশের নাগরিক।

কাউকে বের করতে দেবো না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, মনে রাখবেন কোন গ্রামে আগুন লাগলে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান আদিবাসীর কেউ কিন্তু রেহাই পায় না। তিনি বলেন, বলা হয়েছিল আসামের একটা হিন্দুর নাম বাদ যাবে না। অথচ ১৯ লাখের মধ্যে ১৪ লাখ হিন্দু বাঙালির নাম নেই।মুখ্যমন্ত্রী মমতা বলেন, মুসলমান, পাহাড়ি, রাজবংশী ও বিহারিদের নাম বাদ পড়েছে।

এখন তারা অস্থায়ী জেলে অবস্থান করছে। তিনি বলেন, বাংলায় এসব হয়নি, হবেও না। বাংলা মানুষের, মানবিকতার, সভ্যতা ও সংস্কৃতির জায়গা। আপনারা ভয় পাবেন না। তিনি আরও বলেন, কংগ্রেস আসামে ক্ষমতায় থাকাকালে আসাম চুক্তির পার্শ্বক্রিয়া হিসেবে এনআরসি হয়।

পরে বিজেপি এটি করেছে। এর আগেও এনআরসির বিরুদ্ধে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, বিভাজন করতেই বিজেপি এনআরসি করছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল মঙ্গলবার রাজ্যসভায় দ্ব্যর্থহীন ভাষায় বলেন, ভারতের সব রাজ্যেই এনআরসি হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.