আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতের অভিযান ১ লাখ ২১ হাজার ৪শ টাকা জরিমানা ট্রাক ও বিপুল শিশা জব্দ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার আদমদীঘি উপজেলা সদর, নসরতপুর, কুন্দগ্রাম, মুরইল বাজার ও নাগর নদে থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে লবণ ব্যবসায়ী এবং ব্যাটারি পুড়ানো কারখানা মালিকেরসহ ৮ জনের নিকট থেকে ১ লক্ষ ২১ হাজার ৪শ টাকা জরিমানা ও নাগর নদের বালি বহনের দায়ে একটি ট্রাক ও বিপুল শিশার বার জব্দ করেছে।

আজ বুধবার আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট আলহাজ্ব একেএম আব্দুল্লাহ বিন রশিদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে হটাৎ করেই লবণ সংকটের গুজব ছড়িয়ে আতংক সৃষ্টি করে একটি মহল। এই অজুহাতে হাট ও বাজার থেকে মুহুর্তেই লবণ উধাও হয়ে সংকটের সৃষ্টি হয়। এই খবরে আদমদীঘি নির্বাহি ম্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদের নেতৃত্বে তৎক্ষনিক আদমদীঘি উপজেলার বিভিন্ন হাট বাজারে অভিযান শুরু করেন অভিযানে আদমদীঘির লবণ ব্যবসায়ী কাওছার আলীর ৫ হাজার টাকা, মুরইল বাজারের মুদি দোকানী গোলাম ফারুকের ৪০ হাজার টাকা, সেকেন্দার শাহের ২০ হাজার টাকা এবং আজ বুধবার নসরতপুর বাজারের তাপস শাহের ৫ হাজার টাকা, রাস্তায় ট্রাক আটকিয়ে যানজট সৃষ্টির দায়ে চালক তাজেল প্রামানিকের ১ হাজার ও অটোরিকশা চালক আতোয়ার হোসেনের ২শ‘ টাকা, রাস্তা দখল করে সাইনবোর্ড রাখার দায়ে বিকাশ এজেন্ট ব্যবসায়ী নাজিউলের ২শ টাকা জরিমানা করা হয়।

এছাড়া নাগর নদের তলদেশ থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন করে বালি বহন করার অপরাধে বগুড়া-ড-১১-০৫৭৮ নম্বর একটি মিনি ট্রাক জব্দ ও কুন্দগ্রাম-চাঁপাপুর রাস্তায় অবৈধ ভাবে পরিবেশ দুষন করে পুরাতন ব্যাটারি গলানো কারখানা মালিক রুবেল হোসেনের ৫০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমান শিশার বার জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.