বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ : মেয়র লিটন

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টানসহ আরো অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষ একে অন্যের সহযোগী হিসেবে বসবাস করে আসছে।

দেশের নাগরিক হিসেবে সবাই সমান সুযোগ-সুবিধা ভোগ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার এই ভ্রাতৃত্বের বন্ধন ও সম্প্রীতি অটুট রাখতে বদ্ধপরিকর ।

আজ শুক্রবার সন্ধ্যায় মন্নুজান স্কুল সংলগ্ন মাঠে বিশ্বশান্তি কল্পে ৪৮ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও লীলাকীর্ত্তন উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

রাজশাহীর কুমারপাড়া সনাতন ধর্ম সংঘ এই উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান আয়োজকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, রাজশাহী সনাতন ধর্ম সংঘ সভাপতি ড. মদন মোহন দে, যুগ্ম সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র ঘোষ, সদস্য বিকাশ কুমার সরকার, চিত্তরঞ্জন সরকার প্রমুখ।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.