বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিটিসি নিউজ ডেস্কপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী আজ শনিবার এক শোক বার্তায় সাংবাদিকতার ক্ষেত্রে শাহরিয়ার শহীদের অবদানের কথা স্মরন করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শাহরিয়ার শহীদ হৃদরোগে আক্রান্ত হয়ে আজ রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। শাহরিয়ার শহীদ বিলুপ্ত ইংরেজী দৈনিক বাংলাদেশ টাইমস’র সাবেক সম্পাদক একেএম শহীদুল হকের ছেলে। তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন।#( সূত্র: বাসস )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.