বাংলাদেশ আর্মি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযের পুরকৌশল বিভাগের ছাত্রছাত্রীদের ইন্টারশীপের সমাপনী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আর্মি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযের পুরকৌশল বিভাগের ১১ কম ব্যাচের ছাত্রছাত্রীদের চার সপ্তাহব্যাপী ইন্টারশীপ কার্য়ক্রমের সমাপনী অনুষ্টিত হয়েছে।
রাজশাহী বরেন্ত্র বহুমুখী উন্নয়ন(বিএমডিএ) এর সভাকক্ষে শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে বিএমডিএর গবেষনা ও প্রশিক্ষন শাখার উদ্দ্যোগে চার সপ্তাহব্যাপী উন্টারশীপ কার্যক্রমের সমাপনী অনুষ্টিত হয়।
এই সমাপনী অনুষ্টানে বরেন্ত্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএমডিএর চেয়ারম্যান বেগম আখতার জাহান।
তিনি ইন্টারশীপের ২০জন ছাত্রছাত্রীদের হাতে সম্মননা সনদ তুলে দেন। এ অনুষ্টানে বিএমডিএর চেয়ারম্যান আখতার জাহান এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়অরিং আ্যান্ড টেকনোলজি (BAUET) এর প্রতিনিধিদল।
এ সময় আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং আ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মোঃ শাহাজাহান আলী, সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রভাষক মোহাম্মদ তানভীর হাসান, বিএমডিএর অতিঃ প্রধান প্রকৌশলী মোঃ শামসুল হোদা, তত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, মোঃ আব্দুল লতিফ,সচিব মোঃ শরিফ আহম্মেদসহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
সম্মাননা সনদ বিতরণ শেষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান এর হাতে এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (BAUET) এর প্রতিনিধি দল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.