বাংলাদেশের সমস্ত অর্জনের সাথে বাংলাদেশ আ. লীগের নাম জড়িয়ে আছে — তথ্যমন্ত্রী

পিআইডি প্রতিবেদক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো’ স্লোগান নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এসেছিল। বাংলাদেশের সমস্ত অর্জনের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে। মন্ত্রী আজ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে মহানগর আওযামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন তাকে হত্যা করা হয়েছিল।

১৯৭৫ সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিলো ৭.৪ শতাংশ। যে প্রবৃদ্ধি বঙ্গবন্ধু হত্যার চার দশকেও আমরা অর্জন করতে সক্ষম হইনি। চার দশকেরও বেশি সময় পরে ২০১৭-১৮ অর্থবছরে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে সে প্রবৃদ্ধিকে অতিক্রম করতে সক্ষম হয়েছি।

আজ যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তিনি পাকিস্তানকে সুইডেন বানাবেন। তখন বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের টেলিভিশনে আলোচনা হয়- বলা হয়, ইমরান খান দয়া করে সুইডেন বানানোর স্বপ্ন দেখাবেন না, আপনি আগামী ১০ বছরের মধ্যে পাকিস্তানকে বাংলাদেশ বানানোর চেষ্টা করুন। আমরা শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছি। পাকিস্তানের প্রধানমন্ত্রীও বিষয়টি স্বীকার করেছেন।

তথ্যমন্ত্রী বলেন, যখন দেশে চার কোটি মানুষ ছিল তখন খাদ্য ঘাটতি ছিল। এখন ১৬ কোটি ৭০ লাখ মানুষ বাংলাদেশে বাস করে কিন্ত কোন খাদ্য ঘাটতি নেই। যে দেশে মাথাপিছু জমির পরিমাণ সবচেয়ে কম সে দেশ এখন খাদ্যে উদ্বৃত্তের দেশ। বাংলাদেশ বিশে^র দরবারে উন্নয়নে রোল মডেল। এখন দেশের মানুষ খালি পায়ে হাটে না। দেশের এই উন্নয়ন অব্যাহত রাখতে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মত আমাদেরও ক্ষমতার ধারাবাহিকতা প্রয়োজন।

রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, উপদেষ্টা আব্দুল খালেক, ড. সাইদুর রহমান খান, কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম ও বেগম আখতার জাহান, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। # (প্রেস বিজ্ঞপ্তি ) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.