বশেমুরবিপ্রবি কৃষি বিভাগের চেয়ারম্যান হলেন মোঃ নাজমুল হক শাহীন

বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: নাজমুল হক শাহীন।
গতকাল (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মুরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগ আদেশ জারি হয়।
রেজিস্ট্রার মোঃ মুরাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অত্র বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: নাজমুল হক শাহীন- কে বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ২৫ (৩) ধারা মোতাবেক পরবর্তী ৩ (তিন) বছরের জন্য কৃষি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলো।
তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।
আরও বলা হয়েছে, এ আদেশ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর।
এ পত্রখানি পূর্ববর্তী একই স্মারক পত্রের উপর প্রতিস্থাপিত হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জপ্রতিনিধি এ্যালেন ধ্রুব পান্ডে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.