বরিশাল ব্যুরো: বরিশাল সিটি করপোরেশনে নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে সেরনিবাত সাদিক আব্দুল্লাহকে মনোনীত করেছে হাইকমান্ড।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
সভা শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম। বরিশাল সিটির মনোনয়ন চূড়ান্ত করতে আজ ২২ জুন আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা আহবান করা হয়।
আজ শুক্রবার বরিশাল সিটি মেয়র প্রার্থী হিসেবে সেরনিবাত সাদিক আব্দুল্লাহ্ নাম ঘোষণা করা হয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.