বরিশাল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা , আজ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বরিশাল ব্যুরো:  বরিশাল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে। একইসঙ্গে আজ বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই ঘোষণার পরও আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত নোটিশে বলা হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের সময় অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিধি ২০১৩ এর ১১(১০) ধারা অনুযায়ী উপাচার্যকে প্রদত্ত ক্ষমতা বলে ২৮ মার্চ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

একইসঙ্গে হলের আবাসিক শিক্ষার্থীদের ২৮ মার্চ বিকাল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।

নোটিশ দেওয়ার পরও আজ সকাল থেকে একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে উপাচার্যের ‘রাজাকারের বাচ্চা’ উক্তি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছেন।

একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ও হল ত্যাগ না করার ঘোষণা দিয়েছেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি টিএসসিতে পাঠদান না করানো, সেমিনার রুমের ভাড়া ৩ হাজার থেকে কমিয়ে ৫০০ টাকা করা এবং জাতীয় দিবসগুলো শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে পালনের দাবি জানিয়েছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বৈকালিক চা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের আমন্ত্রণ না জানানোর প্রতিবাদকারীদের উপাচার্য অধ্যাপক ড. এসএম ইমামুল হক ‘রাজাকারের বাচ্চা’ বলেন।

এ ঘটনার প্রতিবাদ ও উপার্যের উক্তি প্রত্যাহারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে গতকাল থেকে আন্দোলনে নামনে শিক্ষার্থীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আলমামুন#

Comments are closed, but trackbacks and pingbacks are open.