বরিশালে বাংলাদেশ ব্যাংকের ভল্টে অগ্নিকাণ্ড ঘটেছে ,গুরুত্ত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়

বরিশাল ব্যুরোআজ সোমবার সকাল ১০টার দিকে বরিশালে বাংলাদেশ ব্যাংকের ভল্টে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ভল্টের অভ্যান্তরে থাকা ফাইল কেবিনেটের গুরুত্ত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। 

বাংলাদেশ ব্যাংকের বহুতল ভবনের দ্বিতীয় তলায় কয়েনের ভল্টের বৈদ্যুতিক পাখা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

তবে আগুনে ফাইল কেবিনেটের গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিটিসি নিউজকে জানিয়েছেন ব্যাংকের যুগ্ম-ব্যবস্থাপক (প্রশাসন) সুধাম চন্দ্র বাইনর। এর বাইরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।

বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুজ্জামান বিটিসি নিউজকে বলেন, বাংলাদেশ ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় কয়েনের ভল্টে একটি ফাইল ক্যাবিনেটে আগুন লেগেছিল।

তিনি বলেন, বৈদ্যুতিক পাখা থেকে আগুনের সূত্রপাত। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে কাজ শুরু করায় বড় ধরনের ক্ষতি হয়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.