এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর পাসের হারে দেশ সেরা রাজশাহী শিক্ষাবোর্ড

নিজস্ব প্রতিবেদকএসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার সর্বোচ্চ ৯১ দশমিক ৬৪ শতাংশ। রাজশাহীতে গত বছর পাশের হার ছিল ৮৬ দশমিক ৭ শতাংশ।

আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের সভা কক্ষে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আনারুল হক প্রাং আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষণা করেন। এ সময় শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এবার বিভাগের আট জেলা থেকে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৪ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী।

#  এ বছর ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬২ শতাংশ,

#  সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ,

#  দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ১০ শতাংশ,

# যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৮৮ শতাংশ,

#  চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ১১ শতাংশ,

#  কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ ও

#  বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৪১ শতাংশ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো: লিয়াকত হোসেন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.