বরিশালে (জেএসসি) ও (জেডিসি) পরীক্ষায় বহিস্কার ৮, অনুপস্থিত ৩২৫৬ জন

 

বরিশাল ব্যুরোসারাদেশের ন্যায় বরিশালেও অনুষ্ঠিত হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় প্রথম দিনের বাংলা ১ম পত্র পরিক্ষায় ৮ পরীক্ষার্থী বহিস্কার হয়েছে। এছাড়া অনুপস্থিতির সংখ্যা ৩ হাজার ২৫৬ জন।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েব সাইটে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম স্বাক্ষরিত পরিসংখ্যান প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে বরিশাল বোর্ডের অধিনে ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৫ হাজার ১২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। সে অনুযায়ী অনুপস্থিতির সংখ্যা ৩ হাজার ২৫৬ জন।
বহিস্কারের মধ্যে বরিশালে ২, বরগুনায় ২ ও ভোলা জেলায় ৪ জন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে জেএসসি’র প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাছাড়া অনুপস্থিতির সংখ্যাও বিগত বছরের তুলনায় বেশি নয় বলে জানিয়েছেন তিনি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.