বন্যা-ভূমিধসে বিপর্যস্ত কঙ্গো: প্রাণহানি ৪১১, নিখোঁজ ৫ হাজারেরও বেশি বাসিন্দা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গোয় চলমান বন্যা-ভূমিধসে নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ। দুর্গত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত উদ্ধার হয়েছে ৪১১ জনের মরদেহ।
প্রাকৃতিক এ দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পূর্বাঞ্চল। সেখানে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা পরিদর্শনের পর জানিয়েছেন, নিখোঁজের তালিকায় রয়েছেন পাঁচ হাজার ৫২৫ জন মানুষ।
স্থানীয় সংস্থাগুলোর পাশাপাশি উদ্ধার তৎপরতায় রয়েছে আন্তর্জাতিক সেবা সংগঠন- রেড ক্রস। তাদের শঙ্কা, কাদামাটির নিচে চাপা পড়ে আছেন আরও অনেকে। যাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই ক্ষীণ। ফলে সময়ের সাথে বাড়তেই থাকবে মৃতের সংখ্যা। মরদেহ সৎকার এবং গণকবরের উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
এছাড়া দক্ষিণ কিভু অঞ্চলে গৃহহীন হাজার-হাজার মানুষ। তাদের মৌলিক চাহিদা পূরণের আহ্বান জানানো হয়েছে সরকারকে। গত বৃহস্পতিবার থেকে বৈরি আবহাওয়ার কবলে পড়েছে দেশটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.