বনপাড়াতে পাওয়া গেলো বস্তা ভর্তি টাকা


নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বনপাড়া বাজারে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল বস্তাভর্তি টাকা। বনপাড়া পৌরসভার পরিচ্ছন্ন কর্মিরা পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা দেখতে পায়। পরে বস্তার মুখ খুলে পাওয়া যায় টাকা।
এলাকাবাসী ও প্রত্যক্ষ দর্শি সুত্রে জানা যায় ,বনপাড়া পৌর এলাকায় দীর্ঘদিন ধরে অজ্ঞাত পরিচয় এক পাগলী ভিক্ষা করে বেড়াত।গত তিনদিন ধরে ওই পাগলী নিরুদ্দেশ।
এরপর আজ রবিবার বিকালে বনপাড়া পৌরসভার কর্মিরা পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা দেখতে পায়। পরে বস্তার মুখ খুলে তারা টাকা দেখতে পায়। পরে পৌর মেয়রের নির্দেশে বস্তার মুখ খুলে ২ টাকা, ৫টাকা, ১০ টাকা, ৫০ টকাসহ ১৬ হাজার ৪২০ টাকা পাওয়া যায়।
এ বিষয়ে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন বিটিসি নিউজকে জানান, একজন পাগলী পৌরসভা ও এর আশে পাশে থাকতো। ভিক্ষা করে চলতো। মানবিক কারণে আমরা কিছু বলিনি। ধারণা করছি এই টাকা গুলো ওই পাগলীর। পরে উপস্থিত লোকজনের সামনে টাকাগুলো গণণা করে পৌরসভায় সংরক্ষণ করা হয়। ওই পাগলীকে পাওয়া গেলে টাকাগুলো ফেরৎ দেয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.