বদলগাছী থেকে ৮৩ হাজার টাকার জাল নোটসহ আটক ২
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী থেকে ৮৩ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উপজেলার কোলা পালশা গ্রাম থেকে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে ডিবি অফিসে সংবাদ সম্মেলনে নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন এসব তথ্য জানান।
আটককৃতরা হলেন, বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে হাসান আলী চৌধুরী (৩৮) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার অনন্তপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে সিদ্দিক মন্ডল (৩১)।
পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে জাল নোট সিন্ডিকেটের সদস্যরা বেশ সক্রিয় হয়ে উঠেছে। কিছু জালনোট নওগাঁর বাজারে ছাড়ার পরিকল্পনা করছে এমন তথ্যর ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে ছ জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা বদলগাছী উপজেলার কোলা পালসা গ্রামের কয়াভবানীপুর-তেতুলিয়া সড়কে অভিযান পরিচালনা করে। এসময় সিদ্দিক মন্ডল ও হাসান আলী চৌধুরীকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে ৮৩ টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে। জাল নোট গুলোর সবই একই নম্বরের। এ সিন্ডিকেটের অন্য সদস্যদের গ্রেফতারের লক্ষে গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানান পুলিশ সুপার। এব্যাপারে বদলগাছী থানায় একটি মামলা হয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.