বঙ্গোপসাগরে খুন : ২ আসামীর ৩ দিনের রিমান্ড

বরগুনা প্রতিনিধি: বঙ্গোপসাগরে ট্রলার ডাকাতির সময় প্রতিপক্ষের হামলায় নিহত হন বরগুনার নিশানবাড়িয়া এলাকার আল আমিন নামের এক জেলে।

গত বছরের ১৩ মার্চ গভীর বঙ্গোপসাগরে ডাকাত দলের হাতে আল-আমিনের খুনের ঘটনা ঘটে। পরদিন ১৪ মার্চ ওই খুনের ঘটনাকে কেন্দ্র করে পাথরঘাটা থানায় একটি মামলা দায়ের করেন আল-আমিনের পরিবার।
ওই ঘটনায় গত ২১ ও ২২ অক্টোবর চট্টগ্রাম থেকে ২ জনকে আটক করে পাথরঘাটা থানা পুলিশ।
আটককৃতরা হলেন: চট্টগ্রামের বাঁশখালী ইউনিয়নের আবদুল গফুরের ছেলে কাউসার ও আনোয়ারা থানার বুজরুছ মিয়ার ছেলে মাহমুদুল।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর লুণ্ঠিত মোবাইল ফোনের সূত্র ধরে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের গতকাল শনিবার (২৪ অক্টোবর) বরগুনা আদালতে হাজির করলে তাদেরকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাঈদ আহমেদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, মোবাইল ফোনের সূত্র ধরেই তাদেরকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে। যেহেতু মামলাটির তদন্তাধীন। আসামীদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত রিমান্ড মঞ্জুর করেছে। তাই তদন্তের স্বার্থে এ বিষয়ে বেশী কিছু জানানো সম্ভব নয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরগুনা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম শফিক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.