বঙ্গবন্ধু শুধু ম্যুরালে নয়, শিক্ষার্থীদের হৃদয়ে থাকতে হবে : শিক্ষামন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু ম্যুরালে নয়, প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে থাকতে হবে। আমরা এভাবেই শিক্ষা ব্যবস্থা তৈরি করেছি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
নেত্রকোনার মোহনগঞ্জে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করতে গিয়ে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে তৈরি করতে সবাই এগিয়ে আসতে হবে। এ ছাড়া হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করতে যদি শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা চালু করতে হয়, আমরা তা করব।
পরে ‘বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন’ শীর্ষক এক আলোচনার আয়োজন করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্যদের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, স্থানীয় সাংসদ রেবেকা মমিন, রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়সহ স্থানীয় প্রশাসন ও দলীয় নেতারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নেত্রকোনা প্রতিনিধি মো. জুলফিকার আলী মানিক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.