বঙ্গবন্ধু বিকেএসপি কাপ কাবাডি প্রতিযোগিতায় বিকেএসপি চ্যাম্পিয়ন

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে বঙ্গবন্ধু বিকেএসপি কাপ কাবাডি প্রতিযোগিতা-২০২১ এর ফাইনাল খেলায় বিকেএসপি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতামূলক ফাইনালে বিকেএসপি ৬৪-২৮ পয়েন্টের ব্যবধানে মৌলভি বাজার এ্যাথলেটিক্স ও কাবাডি একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় বিকেএসপির তসলিম উদ্দিন সেরা রাইডার ও জুয়েল সেরা ক্যাচারের পুরস্কার লাভ করেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন।
অনুষ্ঠানে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক সভাপতিত্ব করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের ১০ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর তাসলিমা বেগম নূরজাহান (রুবি), বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. মিজানুর রহমান ও চট্টগ্রাম বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আবু তারেক। দু’দিন ব্যাপি অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিকেএসপির ২টি দল সহ সর্বমোট ১০ টি দল অংশগ্রহণ করে।
সংবাদ প্রেরক বিকেএসপি জনসংযোগ কর্মকর্তা মো. আশরাফুজ্জামান / সাভারঢাকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.