বঙ্গবন্ধু প্রিমিয়ার ও শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ফুটবল লীগ স্থগিত ঘোষনা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্দ্যোগে ১৫ জুন থেকে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ও শহীদ এএইচএম কামারুজ্জামান ফুটবল লীগে অংশ গ্রহনকারী ক্লাবগুলিকে আর্থিক সুবিধা দেয়া সত্বেও ফুটবল ক্লাবগুলি নির্দ্ধারিত সময়ে খেলা থেকে বিরত থাকবেন বলে আবেদন করলে ১ম বিভাগ ফুটবল লীগ কমিটি জরুরী ভিত্তিতে ক্লাব প্রতিনিধিগনকে নিয়ে আজ বৃহস্প্রতিবার বেলা ১১ টায় মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে ক্লাবগুলিকে নিয়ে সভা আহবান করেন। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান আলী আফতাব তপন।
সভায় চেয়ারম্যান খেলার পক্ষে উপস্থিত প্রতিনিধিগনের মতামত জানতে চাইলে তারা নির্দ্ধারিত তারিখে না খেলার পক্ষে মতামত ব্যক্ত করেন এবং সেপ্টেবর মাস থেকে খেলার অনুরোধ জানান।
উক্ত মতামতের প্রেক্ষিতে কমিটি বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ও ১ম বিভাগ ফুটবল লীগ স্থগিত ঘোষনা করেন।
এ সময় জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ ওয়াহেদুন নবী, প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম বাবুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.