বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-২০ ক্রিকেট ফাইটার রাজশাহীর ১ম পরাজয়


প্রেস বিজ্ঞপ্তি: এসএস আলম স্মৃতি কাছে ৫ উইকেটে হেরে প্রথম পরাজয়ের মুখ দেখলো শক্তিশালি ফাইটার রাজশাহী। অপর খেলায় শেষ ওভারে ২০ রান নিয়ে ৩য় জয় পেল কুমারপাড়া রাইডাস।
আজ মঙ্গলবার শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় অনুদ্ধ-১৯ জাতীয় দলে খেলোয়াড় তামিমের ৮৮ রানের শর্তেও পরাজয় এড়াতে পারলো না এম এস এ্যাভেঞ্জার। টস হেরে প্রথমে ব্যাট করতে এসে নিদ্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭১ রান করে এমএস এ্যাভেঞ্জার। দলের পক্ষে তামিমের ৪৬ বলে ৮৮ ছাড়া সবুজ ৩১ রান করেন। কুমারপাড়া রাইডারের মোহর শেখ অন্তর ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন।
৭২ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় রাকিবুলে হাসানের কল্যানে শেষ ওভারে ২০ রান এবং শেষ ৩ বলে ১৬ রান করে জয় তুলে নেয় কুমারপাড়া রাইডার। রাকিবুল শেষ ওভারের ৪র্থ বলে ৬, ৫ম বলে বাউন্ডারী ও রান সমান সমান হলে শেষ বলে দলের প্রয়োজন যখন ছিল মাত্র ১ রানের কিন্তু তিনি শেষ বলে ছয় মেরে দলকে ১৭৫ ও ব্যাক্তিগত ৩৫ বলে অপরাজিত ৪৮ রান করে মাঠ ত্যাগ করেন। এমএস এ্যাভেঞ্জারের রকি ২৩ রানে ৩ ও শরিফুল ২৮ রানে ২ উইকেট লাভ করেন।
দিনের অপর খেলায় শক্তিশালী ফাইটার রাজশাহীকে ৫ উইকেটে পরাজিত করে টুর্ণামেন্টে আশার আলো জাগিয়ে রেখেছে এসএস আলম স্মৃতি। টস জিতে প্রথমে ফাইটার রাজশাহীকে ব্যাট করতে আমন্ত্রন জানালে ফাইটার নিদ্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান করে। দলের পক্ষে বাংলাদেশ জাতীয় দলের দুই খেলোয়াড় আরিফুল হক ৫২ ও ফরহাদ রেজা ৩১ রান করেন।
এসএস আলম স্মৃতিরে দিলদার হোসেন ২০ রান ৪ ও রিমন ২৭ রানে ২ উইকেট লাভ করেন। ১৪৭ রানে টার্গেটে ব্যাট করতে নেমে ফরহাদ হোসেনের অপরাজিত ৬৪ রানে সুবাদে ১ ওভার বাকী থাকতেই ৫ উইকেটে জয় তুলে নেয় এসএস আলম স্মৃতি। তারা ১৯ ওভারে ৫উইকেট হারিয়ে ১৪৭ রান করে। দলের পক্ষে ফরহাদ ছাড়াও শাওন ৩২ ও মকলেসুর তুহিন ২৮ রান উল্লেখযোগ্য। ফাইটার রাজশাহীর রনি ১৮ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন।
সংবাদ প্রেরক কবির তুহিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.