বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বালক বালিকা অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফল, বগুড়ার মিরার হ্যাট্রিক

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ও শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বালক বালিকা অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজ বুধবার (২৫ আগস্ট) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বালক বিভাগে রাজশাহী জেলা ২-১ গোলে জয়পুরহাট জেলাকে হারায়।
বিজয়ী দলের পক্ষে ইম ও তুষার ১টি করে গোল করেন। বিজিত দলের পক্ষে ফাহিম ১টি গোল পরিশোধ করেন।
অন্য খেলায় বগুড়া জেলা ও নওগাঁ জেলা ২-২ গোলে ড্র করলে খেলা গড়াই ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে নওগাঁ জেলা ৪-২ গোলে হারায় বগুড়া জেলাকে।
এদিকে শারীরিক শিক্ষা কলেজ মাঠে বালিকা বিভাগে রাজশাহী জেলা ২-০ গোলে জয়পুর হাট জেলাকে হারায়।
বিজয়ী দলের আইরিন ও হয়মুন্তি ১টি করে গোল করেন। দিনের অন্য খেলায় বগুড়া জেলা মিরার হ্যাট্রিকের সুবাদে ৩-০ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে হারায় ।
আগামীকাল সেমিতে অংশ নেবে বালক বিভাগে রাজশাহী,নওগাঁ,রাজশাহী সিটি ও সিরাজগঞ্জ জেলা। বালিকা বিভাগে রাজশাহী জেলা,পাবনা জেলা,রাজশাহী সিটি ও বগুড়া জেলা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.