নাটোর খাদ্যগুদামে ৫৯১ বস্তা নষ্ট চাল জব্দের ঘটনায়, আ.লীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা


নাটোর প্রতিনিধি: নাটোর সদর খাদ্যগুদামে ৫৯১ বস্তা নষ্ট চাল জব্দের ঘটনায় মামলা,আদালতের নির্দেশে মামলা গ্রহণ করেছে নাটোর সদর থানা পুলিশ। সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন বাদী হয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচজনের নাম উলে­খ করে সব মিলিয়ে ১২ জনকে আসামি করা হয়েছে।
আসামীরা হলেন: নাটোর সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–এলএসডি) মো. মফিজ উদ্দিন (৪৫), সহকারী উপখাদ্য পরিদর্শক মো. তরিকুল ইসলাম (৫২), নিরাপত্তা প্রহরী আবু তৈয়ব (৫৫), নাটোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও চাল ব্যবসায়ী বেলালুজ্জামান বেলু (৬০) ও চাল ব্যবসায়ী মো. মধু।
গণমাধ্যমে নাটোরে বোরো মৌসুমের চাল ক্রয় কর্মসূচিতে তিন চালকলের মালিকের নষ্ট চাল সরবরাহের সংবাদের ভিত্তিতে গত সোমবার মামলা গ্রহণ করার নির্দেশ দেন নাটোর সদর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এফ এম গোলজার রহমান।
আজ বুধবার দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম নাটোর কোর্টের পরিদর্শক আমিনুর রহমানের মাধ্যমে মামলা গ্রহণ করার বিষয়টি লিখিতভাবে সদর আমলি আদালতকে জানান। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী সদর থানার পরিদর্শক আবদুল মতিন বিটিসি নিউজকে বলেন, অভিযুক্ত ব্যক্তিরা সরকারকে ভালো চাল সরবরাহের চুক্তি করে খাবার অনুপযোগী ভেজাল চাল মিশ্রিত করেছেন। এটা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে অপরাধ। আদালতে এ অপরাধ প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান আছে।
উপজেলা খাদ্যগুদাম সূত্রে জানা যায়, সরকারের বোরো চাল সংগ্রহ অভিযানের অংশ হিসেবে সদরের কাফুরিয়া এলাকার মেসার্স আবদুর রহমান, দস্তানাবাদের মেসার্স তৈয়ব চাউলকল ও নলডাঙ্গার মাধনগরের মেসার্স আবদুল মান্নান বরাবর বরাদ্দ দেওয়া হয়। তাদের পক্ষে ৫৯১ বস্তা চাল সরবরাহ করছিলেন নাটোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলালুজ্জামান বেলু নামের এক চাল ব্যবসায়ী।
ট্রাক থেকে নষ্ট চালের বস্তা গুদামে নামানোর সময় বিষয়টি এক গোয়েন্দা কর্মকর্তার নজরে আসে। খবর পেয়ে সাংবাদিকেরাও সেখানে উপস্থিত হন। তাঁদের মাধ্যমে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ খাতুন গুদামে অভিযান পরিচালনা করেন। তিনি নিকৃষ্ট মানের চাল সরবরাহের বিষয়টি নিশ্চিত করেন। পরে তাঁর নির্দেশে নষ্ট চালের ৫৯১ বস্তাসহ একটি ট্রাক জব্দ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.