বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, ২৫ মার্চ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা হয়। জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মোঃ হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, অধ্যাপক (অবঃ) সিরাজুল ইসলাম, পৌর মেয়র মোহম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রাং, জেলা বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়েল উপ-পরিচালক আবুল কালাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আনিছুর রহমান খানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, স্কুল-কলেজের প্রতিনিধিগণ, এনজিও প্রতিনিধিরা।
সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে ব্যাপক প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হয় এবং করনীয় বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.