বঙ্গবন্ধুর জন্ম দিবস পালনে রাজশাহী প্রেসক্লাবে সমাবেশ

 
প্রেস বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। রোববার (১৭ মার্চ) বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়তনে এক সমাবেশের মধ্য দিয়ে সংগঠন দুটি এ দিবস পালন করে।
স্বাধীনতার স্বপক্ষের অরাজনৈতিক সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র সহযোগিতায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। পরিচালনায় ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র আহবায়ক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলা।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, বিটিসি নিউজের সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা, স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দীন মিন্টু, রাজশাহী বারের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট সিরাজী শওকত সালেহীন এলেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, লুটেরারা রাজনীতি দখল করে ফেলেছে। জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনাকে রক্ষা করতে হবে। রাজনীতিতে ককমিটমেন্ট থাকতে হবে, যেটা বঙ্গবন্ধুর ছিল। তিনি ধানমন্ডির লেকে বসতেন, জনগণের সাথে কথা বলতেন। তারা বলেন, কোনো দলের ভেতরে গণমানুষের কথা নাই। গণমানুষের কথা বলতে হবে।
এ সময় রাসিকের সাবেক মহিলা কাউন্সিলর ফারজানা হক, স্মৃতি পরিষদের সদস্য মো. মাজেদুর, জামিল হোসেন জনি, সাগর নোমানি, আল-আমিন হোসেন, নাজমুল ইসলাম, হানিফ সরকার, প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার রাতুল সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক—আমানুল্লাহ আমান, সদস্য, রাজশাহী প্রেসক্লাব, প্রচার সম্পাদক, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.