বঙ্গবন্ধুর জন্ম’শতবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- মুজিববর্ষ উপলক্ষ্যে নগরীর হেতেম খাঁ স্পোটিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস মাঠে আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মেয়র তার উদ্বোধনকৃত টুর্নামেন্টের খেলাও উপভোগ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনে আবারো প্রাণ ফিরে এসেছে। খেলার মাঠগুলো বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে উৎসবমুখর হয়ে উঠেছে। এই অবস্থান ধরে রাখতে আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কাউন্সিলর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। যা সারা বাংলাদেশেই আলোড়ন সৃষ্টি করবে ইনশাআল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে নগরীর বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক ডা. আব্দুর রশিদ, হেতেম খাঁ স্পোটিং ক্লাবের সভাপতি মিরাজ উদ্দিন আহমেদ মানিক, সাধারণ সম্পাদক রাজ্জাক আহম্মেদ রাজন, ১১-নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আব্দুস সোহেল’সহ স্থানীয় নেতৃবন্দ ও গণ্যমান্য ব্যক্তিবগরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জাফর আহমেদ। টুর্নামেন্টে ব্লু, গ্রিন, রেড ও অরেঞ্জ নামে ০৪ টি দল অংশ গ্রহণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.