বগুড়ায় ১২ বস্তা পাঠ্যপুস্তুক সহ এক কলোবাজারি আটক-১ 

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরের  সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে ২০২২ শিক্ষা বর্ষের ৭ম শ্রেণির ১২ বস্তা পাঠ্যপুস্তক সহ আইয়ুব আলী (৪০) নামে এক কালোবাজারিকে আটক করেছে থানা পুলিশ।
থানায় মামলা স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বুধবার রাতে উপজেলার মোকামতলা বন্দরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে বগুড়া-রংপুর মহাসড়কের রাস্তার পার্শ্বে  সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য মুদ্রনকৃত পাঠ্য বই বিক্রয় উদ্দেশ্যে কয়েক জন লোকজন অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ২০২২ শিক্ষাবর্ষ ৭ম শ্রেণি ২৪ শ পাঠ্য পুস্তক সহ ১ জনকে আটক করে। আটক যুবক কুড়িগ্রাম জেলার রৌমারী থানার সুখের চর গ্রামের মৃত: আব্দুল কাদের প্রামানিক এর ছেলে আইয়ূব আলী (৪০)।
বছরের শুরুতে সরকার প্রতি বছর ১লা জানুয়ারীতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বিটিসি নিউজকে জানান, আটকৃত ব্যক্তি সহ পলাতক আসামীরা বইগুলি সংগ্রহ করে ঢাকায় কালো বাজারের বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। এঘটনায় ১ জনকে আটকরা হয়েছে, মামলার অন্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি রাহেনুর ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.