বগুড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২

বগুড়া প্রতিনিধি: আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে বগুড়া সদর উপজেলা বগুড়া-নামুজা সড়কের চাঁদমুহা হরিপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২। আহত ৩।

নিহত ব্যক্তিরা হলেন বগুড়া সদর উপজেলার ছোট টেংরা গ্রামের লোকমান হোসেনের ছেলে সামছুর রহমান (৫২) ও সাজনা গ্রামের বিলেত আলীর ছেলে আনিছার রহমান (৪৫)। আহতদের মধ্যে শিহাব ও নুরু মিয়াকে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য একজনের পরিচয় জানা যায়নি।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বিটিসি নিউজকে জানান, হতাহতরা ঘোড়াধাপ বাজার থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। চাদমুহা হরিপুর এলাকায় মোড় ঘুরতে গিয়ে অটোরিকশার সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষ হয়।

এতে অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে দুইজন মারা যান। পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের ধরার চেষ্টা চলছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.