বগুড়ায় নকল ড্রিংকস কারখানায় সিলগালা ,মালামাল আটক : ভ্রাম্যমান আদালত

বগুড়া প্রতিনিধি: আজ সোমবার (২০ মে) বিকেলে বগুড়া শহরের বিসিক শিল্পনগরীতে নকল ড্রিংকস কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিসিক শিল্পনগরীতে অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যের মালামাল আটক করে ধ্বংস করা হয়েছে। এসময় কারখানা সিলগালা করেছে আদালত।

বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। নির্বাহি ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বিটিসি নিউজকে জানান, ড্রাগন ফুড এন্ড বেভারেজ লি: নামে তারা নকল সামগ্রী বাজারতজাত করে আসছিল।

তারা নকল জুস টাটকা ম্যাংগো ড্রিংকস, প্রিয় ফুটিক্স, শক্তি ফ্রুটোসহ বিভিন্ন নামে জুস বাজারে বিক্রি করে আসছিল।

আমাদের দেশের স্বনামধন্য একটি কোম্পানির নামের সঙ্গে মিল রেখে বিভিন্ন নাম দিয়ে এসব জুস বাজারে ছাড়া হচ্ছিল।

লেবেল নকল করে একই আদলে বোতলের গায়ে ড্রাগন, শক্তি লিখে তাদের অবৈধ কারবার চালাচ্ছিল। এর লোগোও নকল।

কারাখানায় কোন সাইনবোর্ড নেই। অভিযানকালে ঐ কারখানার ব্যবস্থাপনা পরিচালক সেলিম রেজাকে মুঠোফোনে সেখানে ডাকলে তিনি আসেনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বগুড়া প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.