বগুড়া-৩ আসনের সতন্ত্র প্রার্থী জাকারিয়ার পোস্টারে অগ্নিসংযোগ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সতন্ত্র প্রার্থী জাকারিয়া হোসেনের আলমিরা মার্কার নির্বাচনী পোস্টার ছিঁড়ে অগ্নিসংযোগে পুড়ে দিয়েছে দুষ্কৃতকারীরা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা ১২ টায় আদমদীঘি উপজেলার সদরে হাসপাতাল গেটের পূর্ব পাশে সতন্ত্র প্রার্থী জাকারিয়া হোসেনের আলমিরা মার্কার অস্থায়ী নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।
ওই অফিসের দায়িত্বে থাকা আলমিরা মার্কার কর্মী আব্দুস ছালাম জানায়, গত বৃহস্পতিবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে অফিস তালাবদ্ধ করে বাড়ি চলে যান। পরদির গতকাল শুক্রবার সকালে বাজারে আসেন। অফিস খোলার আগে বেলা ১২টার দিকে খবর পান দুষ্কৃতকারীরা শত্রæতা করে আমাদের এই পোস্টার গুলো ছিঁড়ে তাতে অগ্নিসংযোগে পুড়ে দিয়েছে। সতন্ত্র প্রার্থী জাকারিয়া হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে থানায় অবহিত করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.