বকেয়া বেতনের দাবিতে নাটোর সুগার মিলস শ্রমিকদের বিক্ষোভ


নাটোর প্রতিনিধি:  বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোর সুগার মিলসের শ্রমিক ও কর্মচারীরা।  আজ রোববার পসকালে সুগার মিলস কারখানা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি মিলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রশাসনিক ভবন ঘেরাও করে সমাবেশ করে শ্রমিক-কর্মচারীরা।

এসময় বক্তারা বলেন, গত তিন মাস ধরে মিলের শ্রমিক-কর্মচারীদের পাওনা প্রায় সাত কোটি টাকা বকেয়া পড়ে আছে। বয়েক বেতন ভাতা না পাওয়ার কারণে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে শ্রমিক-কর্মচারীদের। অবিলম্বে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিক নেতাদের।

সমাবেশে নাটোর সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ স¤পাদক সাইফুল ইসলাম, সাবেক শ্রমিক নেতা আবু রায়হান ভুলু প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.