বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক নাদিম এর রূহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলা নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম  স্মরণে ও তার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০৭ আগস্ট) বিকালে বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক আশরাফুল হায়দার, এম শাহীন আল আমিন, এইচ এম মুছা আলী, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাধারণ সম্পাদক আল মোজাহিদ বাবু, রাশেদুল ইসলাম রনি, মনিরুজ্জামান লিমন ,আফজাল শরিফ, মাহবুর রহমান ময়ুর, শাহনাজ পারভিন, সরকার আকতার হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পাটহাটি এলাকায়  সন্ত্রাসী হামলার শিকার হন বাংলা নিউজের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনায় ১৭ জুন নিহত রব্বানীর স্ত্রী বাদী হয়ে সাধুরপাড়া  ইউপি চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নামে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আরো ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.