বকশীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা রোধে মাঠে হেলমেট নিশ্চিত করতে নামলেন ওসি আহাদ খান

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: মোটরসাইকেল দুর্ঘটনা রোধ করতে মাঠে নেমেছে জামালপুরের বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান। দুর্ঘটনা রোধে তিনি বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পৌর শহরের মালিবাগ মোড়ে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান।

জানা গেছে, কয়েকদিন থেকে বকশীগঞ্জ-কামালপুর সড়ক সহ গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর ঘটনায় দুর্ঘটনার শিকার হয়েছেন কয়েকজন যুবক। পাররামরামপুর ইউনিয়নের মোয়ামারী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক সঙ্গে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মোটরসাইকেল দুর্ঘটনা রোধ করা, চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, কম গতিতে গাড়ি চালানো সহ কয়েকটি বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দুপুরে মালিবাগ মোড়ে অবস্থান নেন ওসি আবদুল আহাদ খান।
এসময় হেলমেট বিহীন গাড়ি চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করতে চালকদের সঙ্গে কথা বলেন তিনি। অনেককে সচেতনমূলক মোডিভেশন দেওয়া হয়। ওসির এই কার্যক্রমে স্বস্তি প্রকাশ করেছে স্থানীয় বিজ্ঞমহল। সাধারণ মানুষ ওসির এমন ব্যতিক্রমী কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, জামালপুর জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামানের নিদের্শনায় থানা পুলিশ মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু রোধে চালকদের সচেতন করতে মাঠে নেমেছেন। প্রত্যেক চালককে হেলমেট নিশ্চিত করতে কাজ শুরু করেছি। দুর্ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.