বকশীগঞ্জে বিনামূল্যে নলকূপ, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ২০২২-২৩ অর্থ বছরে এডিপি ও স্থানীয় রাজস্ব উন্নয়ন তহবিল (উদ্বৃত্ত) এর আওতায় হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে নলকূপ , সেলাই মেশিন ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারম্যান বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের উদ্যোগে বুধবার (১৪ জুন) দুপুরে উপজেলা চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক , বকশীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ ও উপকারভোগী অছিম উদ্দিন।
বিভিন্ন ইউনিয়নের ৬৫ জনকে নলকূপ ও সরঞ্জাম, ৪৮ জনকে সেলাই মেশিন ও ১৭ জন বিনামূল্যে হুইল চেয়ার প্রদান করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.