বকশীগঞ্জে বন্য হাতি তাড়াতে জেনারেটর ও টর্চ লাইট বিতরণ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে স্থানীয়দের মাঝে হাতি তাড়াতে জেনারেটর ও ৪০ টি টর্চ লাইট বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার (২৮ জুন) বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি জেনারেটর এবং বকশীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪০ টি টর্চ লাইট যৌথভাবে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) আ.স.ম. জামশেদ খোন্দকার ।

উপজেলা চত্বরে বিতরণকালে এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহাবুব খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, বীরমুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম হামদি, সাবেক ইউপি সদস্য মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.